PHILLIPPINES : 3 MONTHS SINGLE ENTRY

place Manila Show on Map

Share
Tweet
Pin
Email
Share
Share
Share

Overview

ফিলিপাইন: ৪,৯৯৯/- । ভিসা না দিলে রিফিউজ সিল দিবে  না। ৩ মাসের ভিসায় থাকা যাবে ১ মাস। সাধারনত ১০- ১২ কর্ম দিবসের মধ্যে ভিসা হয়।  

 পাসপোর্ট জমা দেওয়ার সময় সকল টাকা অগ্রিম দিতে হবে (অফেরতযোগ্য)।   

প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা :

১। ব্যাংক ষ্টেটম্যান্ট ব্যক্তিগত বিগত ৬ মাসের (জনপ্রতি মিনিমাম ১০০,০০০/- ব্যালেন্স ও প্রতি মাসে ট্রানজেকশন থাকতে হবে)   ও ব্যাংক সলভেন্সী।

২। ব্যবসায়ীদের জন্যে ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি ও

মেমোরেন্ডাম ও আর্টিেকলস অফ এসোসিয়েশন(লিমিটেড কোম্পানির জন্য )

অথবা পার্টনারশীপ Deed (পার্টনারশীপ কোম্পানির জন্য )।

৩। চাকুরীজীবীদের জন্যে অফিস থেকে NOC লেটার ( নো অবজেকশন সার্টিফিকেট) ও স্যালারি সার্টিফিকেট ।

৪। কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড।

৫। অফিসের আইডি কার্ডের কপি (চাকুরীজীবী দের জন্যে)। 

৬। ২ কপি ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ।  ৪৫*৪৫ সাইজ । চশমা পরা ছবি জমা দিলে হবে না।

৭।পাসপোর্টে বৌ অথবা জামাইর নাম না থাকলে  , ফ্যামিলি নিয়ে যেতে চাইলে ম্যারিজ সার্টিফিকেট লাগবে।

৮। বাচ্চা সাথে থাকলে বার্থ সার্টিফিকেট ,স্কুলের আইডি কার্ডের কপি ও NOC লেটার ( নো অবজেকশন সার্টিফিকেট) ।

৯। পুলিশ ক্লিয়ারেন্স।

১০। চেকের পাতার ফটোকপি।

১১।টিন 

 


Show on Map

Privacy Policy

Privacy Policy

Days : 0 | Nights : 0 | Hours :


Inclusions


Exclusions


Please Note : Once review added cannot be deleted or updated

Add to wishlist